‘ঋচীক স্বাধীন চলচ্চিত্র উৎসব’ এ জায়গা করে নিয়েছে ‘শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ’!
আগামী ১৯ জানুয়ারি,২০২১ সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 'ঋচীক স্বাধীন চলচ্চিত্র উৎসব – ২০২১'। উৎসবে শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদের 'দি ব্লাইন্ড' এবং 'মরিচীকা' নামে দুটি ফিল্ম প্রদর্শিত হবে।
উৎসবটি সাজানো হয়েছে নির্বাচিত ১০ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে। এর মধ্যে শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদের দুই পরিচালক কে.এ. রহমান সুজন ও কাজী এ.আর. শুভ জায়গা করে নিয়েছেন নিজেদের নির্মিত চলচ্চিত্র দিয়ে।
'দি ব্লাইন্ড' নির্মাণ করেছেন কে.এ রহমান সুজন। চলচ্চিত্রটিতে অভিনয় করেন পার্থ সেন ও নাহিন। এবং কাজী এ. আর শুভ নির্মিত 'মরিচীকা' তে অভিনয় করেছেন সামিউর রহমান সামি এবং কে.এ. রহমান সুজন।
'দি ব্লাইন্ড' ও 'মরিচীকা' ছাড়াও এখন অব্দি নির্বাচিত হয়েছে 'এন্ড', 'ইকুয়েশন' ও 'হাইড্রোস্টেটিক প্রেসার' নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গুলো। ১৯ জানুয়ারি বেলা ৪ ঘটিকা থেকে এই উৎসব শুরু হবে।