Skip to content

৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

‘ঋচীক স্বাধীন চলচ্চিত্র উৎসব’ এ জায়গা করে নিয়েছে ‘শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ’!

আগামী ১৯ জানুয়ারি,২০২১ সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 'ঋচীক স্বাধীন চলচ্চিত্র উৎসব – ২০২১'। উৎসবে শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদের 'দি ব্লাইন্ড' এবং 'মরিচীকা' নামে দুটি ফিল্ম প্রদর্শিত হবে। 

 

‘ঋচীক স্বাধীন চলচ্চিত্র উৎসব’ এ  জায়গা করে নিয়েছে ‘শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ’!

উৎসবটি সাজানো হয়েছে নির্বাচিত ১০ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে। এর মধ্যে শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদের দুই পরিচালক কে.এ. রহমান সুজন ও কাজী এ.আর. শুভ জায়গা করে নিয়েছেন নিজেদের নির্মিত চলচ্চিত্র দিয়ে। 

'দি ব্লাইন্ড' নির্মাণ করেছেন কে.এ রহমান সুজন। চলচ্চিত্রটিতে অভিনয় করেন পার্থ সেন ও নাহিন। এবং কাজী এ. আর শুভ নির্মিত 'মরিচীকা' তে অভিনয় করেছেন সামিউর রহমান সামি এবং কে.এ. রহমান সুজন।
 

‘ঋচীক স্বাধীন চলচ্চিত্র উৎসব’ এ  জায়গা করে নিয়েছে ‘শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ’!

 

'দি ব্লাইন্ড' ও 'মরিচীকা' ছাড়াও এখন অব্দি নির্বাচিত হয়েছে  'এন্ড', 'ইকুয়েশন' ও 'হাইড্রোস্টেটিক প্রেসার' নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গুলো। ১৯ জানুয়ারি বেলা ৪ ঘটিকা থেকে এই  উৎসব শুরু হবে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ