Skip to content

৩০শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মেয়েদের পোশাকের সম্ভার নিয়ে কাজ করছে আপসারা বাই অন্তরা

মেয়েদের পোশাকের সম্ভার নিয়ে কাজ করছে আপসারা বাই অন্তরা। অনলাইন স্টোরের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালে। এবার চালু হলো তাদের অফলাইন স্টোর। ট্রেন্ডি পোশাকের পাশাপাশি অপসারায় রয়েছে নিজস্ব ডিজাইনার  হিজাব ও আবায়া।

 

এছাড়াও তাদের রয়েছে আমদানিকৃত ইন্সট্যান্ট হিজাব, আবায়া ও পোশাকের সম্ভার। পাশাপাশি কুর্তি, কাফতান, জামদানী খিমার, চুড়ি ও আনুষংগিক কালেকশনও আছে ফ্যাশন হাউসটিতে। অনলাইনে ব্যাপক সাড়া পাওয়ায় অফলাইনে তাদের যাত্রা শুরু হয় চলতি বছরে বসুন্ধরা সিটির লেভেল চারএ।

 

করোনাকালে অনলাইন এ বাসায় বসে অর্ডার করতে পারবেন। তাদের ফেসবুক পেজ (www.facebook.com/Apsara29) বা ওয়েবসাইট (www.apsarabyantara.com) থেকে যে কোন পণ্য অর্ডার করা যাবে।

 

ঠিকানা: ৬৯/, ব্লক সি, লেভেল ৪, বসুন্ধরা সিটি শপিংমল, পান্থপথ , ঢাকা।

 

ফোন: ০১৫৩৩ ৬৬৮৩১৭।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ