বইমেলা

সব বয়সী সকল মানুষ
বইমেলা'তে এসে,
সার্থক করো অমর একুশ
বই পাঠকের বেশে।
বই কিনে কেউ হয় না ফতুর
জানি সকল জনে,
যার যেটা চাই কিনো সবাই
বইমেলার এই ক্ষণে।
জ্ঞানের রাজ্যে গুণের জন্ম
জ্ঞানীর আলো চষে,
বইয়ের পাতা পথ দেখাবে
জীবন অংক কষে।
ইহকাল আর পরকালের
পেতে সফল মুক্তি,
বৈষয়িক সব বইয়ের গর্ভে
প্রকাশ সকল যুক্তি।
বই মরে না মানুষ মরে
কী নিদারুণ ছবি,
সৃষ্টির মাঝেই বাঁচে স্রষ্টা
বইয়ের মাঝে কবি।