কৃষক বাঁচলে দেশ বাঁচবে

ছবিঃ সংগৃহীত
প্রত্যুষের মিঠেল রোদে কৃষকের ব্যস্ততা
আজ খেতে রোপণ করবে চারা ধান,
হৃদয়ের গভীরে সহস্র অনুভূতি
সমস্ত কষ্টের প্রাচীর ভেঙে এক সময় ঘরে আসবে
পাকা ধান
মনের উচ্ছ্বাসে চারদিক বেজে উঠবে সুখের দামামা।
অথচ কৃষকের মনে আজ নেই কোনো আনন্দ
কি হবে চারা ধান রোপণ করে?
লোকসানের যাঁতাকলে পড়ে হিমশিম খাচ্ছে তারা
কিভাবে টানবে সংসারের ঘানি?
ধানের ন্যায্য মূল্য পাওয়া তাদের মৌলিক অধিকার
কৃষক বাঁচলে দেশ বাঁচবে এটাই হোক অঙ্গীকার।