তেল

তেলের কদর সবাই বোঝে
তেল দিয়ে কি না হয়,
তালা দেওয়া মুখখানিও
তেলের জোরে হা হয়!
কৈয়ের তেলে কৈ ভেঁজে খায়
অতি চালাক যারা,
বড় বেশি বাড় বেড়ে কেউ
মাঝপথে যায় মারা।
জায়গামতো তেল দিতে হয়
তেল ছাড়া কি চলে?
তেলের পানে চেয়ে থাকে
সবাই তলে তলে।
শামীম শাহাবুদ্দীন প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ০৫:০৩ পিএম
তেলের কদর সবাই বোঝে
তেল দিয়ে কি না হয়,
তালা দেওয়া মুখখানিও
তেলের জোরে হা হয়!
কৈয়ের তেলে কৈ ভেঁজে খায়
অতি চালাক যারা,
বড় বেশি বাড় বেড়ে কেউ
মাঝপথে যায় মারা।
জায়গামতো তেল দিতে হয়
তেল ছাড়া কি চলে?
তেলের পানে চেয়ে থাকে
সবাই তলে তলে।