Skip to content

সুখের প্রার্থনা

সুখের প্রার্থনা

তুমি ছাড়া কেবা আছে
আমার এত আপন,
তুমিহীনা বৃথাই যেন
দিবস রাতি যাপন।

কোন সে দূরে মেললে ডানা
আমায় করে রিক্ত,
সে সব কথা মনে হলে
চোখ দু’টি হয় সিক্ত।

দুঃখ-সুখের খেলাঘরে
সুখের তরী বেয়ে,
দিন কাটে ঠিক ভোগ বিলাসে
আমি দেখি চেয়ে!

গুপ্ত প্রণয় টানে আজো
ছুটছি তোমার পিছু,
ছল-চাতুরি ছেড়ে দিয়ে
ভাবলে না কি কিছু?

দুঃখ দিয়ে তুমি যদি
সুখী হতে পারো,
সেই দুঃখটা চাইবো আমি
দিও বন্ধু আরো।

অনন্যা/ম্যাগাজিন