Skip to content

৫ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

লকডাউন

লকডাউন না শাটডাউন
চলছে আলোচনা 
কেউ বা যাচ্ছে পরপারে
মিটিয়ে মায়ার দেনা।

 

আক্রান্ত, সনাক্ত, মৃত্যুর 
সংখ্যা সবাই খোঁজে 
যার চলে যায় সেই জানে
দুঃখ টাও সেই বোঝে।

 

লকডাউন তো বোঝেনা তারা
বিত্ত যাদের কাঁড়ি কাঁড়ি 
এসি রুমে বসে তারা
আছে তাদের বাড়ি। 

 

দিন আনে দিন খায় যারা 
তাদের হয়েছে মরণ
বেঁচে থেকেও মরে তারা
করে না কেউ স্মরণ।

 

তবুও আমরা চলো সবাই
লকডাউন মেনে যাই
করোনার ভয়াল থাবা থেকে
বাঁচতে যদি চাই।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ