জন্ম

তোমাকে দেখছি, স্থির, অস্পষ্ট
রক্তের মতো ধোঁয়াটে কুয়াশা
গোলাপ তুমি সৃষ্টি করেছ স্রষ্টা
আমার ভেতরে ফুলকি ঝরানো বাসা।
নিজেকে দেখছি অস্থির, ফালা ফালা
টুকরো টুকরো জোছনা, আলোছায়া
একটি বন্দুক সামনে তাক করা দোনলা
এখুনি বিদ্ধ হয়ে, উড়ে যাবে যেন এ কায়া।
কিন্তু মরবো বলে, শর্তাধীন
আরো কিছুদিন, বেঁচে থাকার আশায়
সুন্দরের গহ্বরে পুড়ে মরে
তোমাকে জড়িয়ে জড়িয়ে ধ্বংস হয়ে যেতে চাই।