এটাই বুঝি নিয়তি!
অনিমেখে চেয়ে আছি অবনির মুখোমুখি
চারিদিকে নিস্তব্ধতা-বিষণ্ণতা মাখামাখি
তার চোখের ভিতর-খরস্রোতা এক নদী
ঘন কালো মেঘে ঢাকা অবনির মুখখানি।
সময় সাগরে ভাসা – কচুরিপানার মতো
আমি যেন আগন্তুক, যেন যাযাবর এক
আমি শুধু চেয়ে থাকি, মনে হলো -কতকাল?
অনিমেখে চেয়ে আছি-যেন কিছুই বলার নেই।
নীরবতা ভেঙ্গে দিয়ে- শান্ত সমুদ্রের মত
অবনি আমাকে বলে,কেমন আছো মৃন্ময়?
অনেক প্রশ্নের ভিড়ে কিছুই বলা হলোনা
শুধু গ্রীবাটা নড়ে ডান থেকে বামে যায়।
আমি বললাম শুধু-এটাই বুঝি নিয়তি?
অথচ তোমার 'পরে -সমুদ্র হতে চেয়েছি
তোমার বাগানে ফুল হয়ে ফুটতে চেয়েছি
কিছুই হলো না যেন শেষ অবধি আমার
বিক্ষত কিছু সময় আর ব্যর্থ আরাধনা!
এটাই বুঝি নিয়তি?