Skip to content

৩০শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বৃষ্টি ভেজা সকাল

বৃষ্টি ভেজা মিষ্টি সকাল
পাখির কলতান
কদম-কেয়া,জুঁই-চামেলী
প্রভুর সেরা দান।

 

পদ্মপাতায় ছদ্মবেশে
ভ্রমরে গান গায়
প্রজাপতি রং বিলাসী
মুচকি হেসে চায়৷

 

বিল জুড়ে ওই ঝিলমিলি ঝিল
শাপলা ফুলের ঘ্রাণ
বর্ষা যেন সবুজ গাঁয়ে
স্নিগ্ধতারই প্রাণ।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ