Skip to content

২৯শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | সোমবার | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

যমুনা গ্রুপ আর সদাগর ডট কমের ক্যাম্পেইন মেড ইন বাংলাদেশ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ ও দেশের বি২বি হোলসেইল মার্কেটপ্লেস সদাগর ডট কমের মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে। দুই প্রতিষ্ঠান একসাথে দেশীয় পন্যের ব্রান্ডিংয়ে অনলাইনে "মেড ইন বাংলাদেশ" ক্যাম্পেইনের ঘোষনা দিয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যমুনা গ্রুপের পক্ষে হেড অফ বিজনেস সাজ্জাদুল ইসলাম, একাউন্টস & এমআইএস ম্যানেজার মো. কেফায়েত উল্ল্যাহ, সিনিয়র ম্যানেজার আইটি বায়েজীদ বোস্তামী উপস্থিত ছিলেন এবং সদাগর ডট কমের পক্ষে সিইও আরিফ চৌধুরী, সিএসও জাহিদ শাহ, পরিচালক সৈয়দ হাসান মুনিরসহ প্রতিষ্ঠানদুটি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেড ইন বাংলাদেশ ক্যাম্পেইনে দেশীয় ইলেকট্রনিকস পণ্যগুলো একটা বড় ছাড়ে সদাগর ডট কমের ওয়েবসাইট থেকে কেনা যাবে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ