Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অন্তহীন

গারদে ইলেকট্রিকের শক দেওয়া হচ্ছে যাকে
বাল্বের আলো দুলছে, বাংলার আকাশ বাতাস
নদী আর লতা পাতায় ঢাকা, সন্তানের মুখ, তাঁর সংসার

 

রেড কার্পেটে হাঁটার কথা ছিল হয়তো ফুল্লোলিতো জোছনায়
সুন্দরী নায়ক নায়িকা,অস্কার পরিচালক, চিয়ার্স উল্লাস

 

হেঁটে চলেছেন, হেঁটে চলেছেন, সীমান্ত পেরুতে
ডিঙি বেয়ে , ঝোঁপজঙ্গল, পাহাড় মরুভূমি পেরুতে,ছিন্নমূল
পা ডুবে যাওয়া, রক্তে কাদামাটি, মারণখিদে, পেটে বিষ
শরীরের প্রতিটি লোমকূপে বিঁধে যাওয়া কাঁটাতার

 

ঢেউ খেলানো পর্দায়, চলমান ছবি, খিস্তি খেউর, মদের বোতল
আড়ালে গারদের ভিতর, ঝিমিয়ে পড়া রাগের সপ্তদ্বীপ
মা আর মাটির জন্য, ঋত্বিকের বুক ফাটা আত্মচিৎকার

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ