Skip to content

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসা একটি বৃক্ষ

ভালোবাসা বৃক্ষের মতোই
যত্ন নিতে হয়-যত্ন নিলে বেড়ে ওঠে।
বিস্তৃত শাখা-প্রশাখা নিশ্চয়তা দেয়-
চৈত্রের পোড়া রোদ্দুরে একটু ছায়ায়,
ক্লান্তির ক্ষুধার্ত পেটে রসালো ফলের,
ভালোবাসা অক্সিজেন ত্যাগ করে
মানুষেরা শ্বাস নেয় বেঁচে থাকে
জীবনের পাণ্ডুলিপি লিখে রাখে
বেঁচে থাকার সৌন্দর্য হৃদ ক্যানভাসে।

ভালোবাসা কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে
যাপিত জীবনের বিদগ্ধ সব ধোঁয়া শুষে নেয়।
বৃক্ষ যত বড় হয় দিনশেষে তার ছায়া-
তত বড় হতে থাকে-তত মায়া বেড়ে যায়।
যার গাছ নেই কিংবা কেটে ফেলে
তারা মরুভূমির যাযাবরের মতো।

ভালোবাসার গাছ লাগাই-
জীবনের সৌন্দর্য বাঁচাই
আর,জীবনের পাণ্ডুলিপি লিখে যাক
তার সবুজ পৃথিবীর মহাকাব্য।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ