অনলাইনে ‘দুই বাংলার বৈশাখ’ উদযাপন করেছে জিএলটিএস
বিশ্ব রেকর্ড হোল্ডার আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ল থিংকার্স সোসাইটি (জিএলটিএস) এর উদ্যোগে গত মঙ্গলবার দুপুর ২ টায় অনলাইনে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ যৌথভাবে আয়োজন করে "দুই বাংলার বৈশাখ" অনুষ্ঠান। অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে দুই দেশের প্রতিনিধিগণ যুক্ত হন।
অনুষ্ঠানে বাংলার সংস্কৃতি নিয়ে তারা আলোচনা করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জিএলটিএস বাংলাদেশ দলের এইচআর লিডার তোহফাতুল জিনান এবং বাংলাদেশ পাওয়ার টিমের প্রধান নাসিফ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে জিএলটিএসের মাননীয় সভাপতি রাওমন স্মিতা বলেন, "এই কর্মসূচির মাধ্যমে আমাদের দুটি বাংলা একত্রিত হয়ে সকলকে শান্তির বার্তা পৌঁছে দেবে। এটি একটি নতুন মাইলফলক তৈরি করবে।"
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাসিমা আক্তার নিসা, মোহাম্মদ মহাসিন, মুনা চৌধুরী ও আলিসা প্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএলটিএসের মাননীয় সহসভাপতি আহসানুল আলম জন, জিএলটিএসের যুগ্ম সম্পাদক মোঃ সোলায়মান আহমেদ জিসান, জিএলটিএসের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জেসমিন আক্তার এবং মাহির দয়ান ও পশ্চিমবঙ্গের জোনাল নেতা শ্বেতা মজুমদার প্রমুখ। প্রজন্মান্তরে বাঙালি সংস্কৃতি বিদ্যমান থাকবে- এই প্রত্যাশা নিয়েই তারা অনুষ্ঠান শেষ করেন।