ইচ্ছার মৃত্যু
বাষ্পায়িত জ্বলন্ত মোমবাতির দহনে দাহ
ক্ষণে ক্ষণে সঞ্চিত ইচ্ছার মৃত্যুর মিছিল
ধূসরে ছেয়েছে রাঙানো রঙিন সকল রঙ
স্তমিত হৃদয়ে অলসতায় সামর্থ্য বড় ঢিল।
গলে পড়ছে ক্রমাগত স্বপ্নের ইচ্ছেডানা
প্রণয় খরাতে নেতিয়েছে পত্রপল্লব যত
দুঃস্বপ্নেরা বাসা বেঁধেছে ইচ্ছের আঙিনায়
ভুলে গেছে বাঁচতে ওরা মরছে অবিরত।
অনাকাঙ্ক্ষিত চাওয়া পাওয়া মিলিয়েছে শূন্যে
ইচ্ছার মড়কে রিক্ত আবাস বড় অশান্তি মনে।