Skip to content

রিকশাওয়ালা  

রিকশাওয়ালা  

শহর ঘুরে গঞ্জে ঘুরে
পেডেল মেরে খায়,
তপ্ত রোদে শরীর পোড়ে
ঘাম ঝরে তার পায়।

 

অলিগলি মাহুতটুলি
ক্রিংক্রিং বাজে,
ক্ষুধা পেটে পেডেল মারে 
সকাল দুপুর সাঁঝে।

 

ভাতের খোঁজে রিকশা টানে
পেটে আগুন জ্বলে,
সভ্য যাত্রীর অসভ্যতায়
দু'চোখ ভিজে জলে।

 

সারাদিনের ক্লান্তি নিয়ে
যখন ফিরে ঘরে,
ভাঙা ঘরে জোছনা নামে
সুখের বৃষ্টি ঝরে।

 

বউয়ের ঠোঁটে স্বর্গ হাসে
আদর লুটায় গালে,
পান্তা ভাতে স্বপ্ন ভাসে
অকাল ফাগুন কালে।