Skip to content

৩১শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রিকশাওয়ালা  

শহর ঘুরে গঞ্জে ঘুরে
পেডেল মেরে খায়,
তপ্ত রোদে শরীর পোড়ে
ঘাম ঝরে তার পায়।

 

অলিগলি মাহুতটুলি
ক্রিংক্রিং বাজে,
ক্ষুধা পেটে পেডেল মারে 
সকাল দুপুর সাঁঝে।

 

ভাতের খোঁজে রিকশা টানে
পেটে আগুন জ্বলে,
সভ্য যাত্রীর অসভ্যতায়
দু'চোখ ভিজে জলে।

 

সারাদিনের ক্লান্তি নিয়ে
যখন ফিরে ঘরে,
ভাঙা ঘরে জোছনা নামে
সুখের বৃষ্টি ঝরে।

 

বউয়ের ঠোঁটে স্বর্গ হাসে
আদর লুটায় গালে,
পান্তা ভাতে স্বপ্ন ভাসে
অকাল ফাগুন কালে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ