কিশোরী ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেফতার
কিশোরী ধর্ষণের অভিযোগে বরগুনার আমতলীতে শনিবার রাতে মনসুর আলী সিকদার (২৮) নামে একজন ভন্ড কবিরাজকে গ্রেফতার করে র্যাব -৮ এর সদস্যারা।
এ ব্যাপারে র্যাব- ৮ বরগুনা-পটুয়াখালীর কোম্পানী অধিনায়ক মো. রবিউল ইসলাম জানিয়েছেন, কবিরাজ মনসুর আলী সিকদার পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামের ওই কিশোরীর মায়ের কবিরাজী চিকিৎসা করেছেন। এক পর্যায়ে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে চলতি বছরের ২৮ মার্চ বাড়িতে নিয়ে ২ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত মনসুর আলী। গত ১৬ নভেম্বর আবারও কিশোরীকে অপহরণ করে আমতলী পৌরসভার সোবাহানের বাসায় ২ দিন আটকিয়ে রেখে ধর্ষণ করেছেন। দুদিন পরে ওই বাসা থেকে কিশোরীকে তার বড় বোন উদ্ধার করেছে। এ ব্যাপারে কিশোরী পটুয়াখালী এর অধিনায়কের কাছে অভিযোগ জানায়। পরে ২১ নভেম্বর রাতে আমতলীর মাজার রোড এলাকা থেকে মুনসুর আলী সিকদারকে গ্রেফতার করা হয়।
আমতলী থানার ওসি শাহআলম হাওলাদার জানিয়েছেন, ভন্ড কবিরাজ মুনসুর আলী সিকদারকে থানায় সোপর্দ করার পরে কিশোরীর বড় বোন বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।