Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মেডেল অব ডিসটিংশন’ ভূষিত করায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য নিশ্চিত করে জানান বলেন, গত ২৮ মার্চ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে এই পদক তুলে দেওয়া হয়। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ড. নরেশ আগারওয়াল গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এই পদক প্রদান করেন।

তিনি আরো বলেন, ১০ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন।

উল্লেখ্য, এর আগে, আন্তর্জাতিক সম্প্রদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ