একটি কালো রাত্রি
আগস্ট এলে মনে পড়ে ‘একটি কালো রাত্রি’
বাংলার বুকে ক্ষত এঁকে ইতিহাসে যাত্রী
ধানমন্ডির ওই বত্রিশ নম্বর বুকে মাখে রক্ত
বাংলা মায়ে বাকরুদ্ধ হয় ফজরেরই ওয়াক্ত।
যে মানুষটা স্বাধীনতার সূর্য আনে ছিনে
সাতকোটি লোক কেঁদে ওঠে বঙ্গবন্ধু বিনে
নিষ্পাপ শিশু রাসেল কাঁদে বাঁচাও বাবা আমায়
পিচাশগুলো গুলি করে অবুঝ শিশু থামায়।
সব স্বজনদের জীবন নিয়ে রক্ত হোলি খেলে
জাতির পিতার ঝাঁঝরা দেহ সিঁড়িতে যায় ফেলে
আগস্ট এলে বাংলার বুকে বাজে শোকের বীণ
শোধ হবে না, শোধ হবে না তোমার দেওয়া ঋণ।