অসমাপ্ত ধূসর পাণ্ডুলিপি
পথের মাঝে পথ!
বাম পথে হেঁটে হেঁটে ক্লান্ত পথিক ফিরে আসে,
ডান পথে হেঁটে চলে আসল ঠিকানার সন্ধানে।
ব্যর্থ হয়ে ফিরে শেকড়ে, খুঁজে দিক নির্দেশনা গ্রন্থ,
যেথা উঁচু – নিচু, সমতল – কণ্টকাকীর্ণ পথের ইঙ্গিত,
আলো – আঁধার, তৃষ্ণা ক্লান্তিতে জল হাওয়ার সন্ধান।
অতঃপর আটঘাট বেঁধে যাত্রা কাঙ্ক্ষিত ঠিকানায়,
ততক্ষণে জীবন পথের নির্ধারিত সময়ের অবসান!
অসমাপ্ত ধূসর পাণ্ডুলিপি হস্তান্তর নিয়ন্ত্রক বরাবর।
কর্মফলে কর্মযোগে ধর্মযোদ্ধা হওয়ার নিষ্ফল আবেদন
বিচারক হতে প্রাপ্ত অগ্নির দহনে স্থায়ী বীভৎস ক্রন্দন!