Skip to content

বৃষ্টিবিলাস

বৃষ্টিবিলাস

ঈশান কোণে মেঘ করেছে
বৃষ্টি নামে নামে,
বৃষ্টি ভেজার চিঠি এলো
কেয়া পাতার খামে।

 

প্রাণে প্রাণের খুনসুটিতে
চমকে উঠবে আকাশ,
তোমায় ছোঁয়ার ফন্দি আঁটে 
মনের গোপন বাতাস।

 

বন্ধু, তুমি উড়াল এসো
শীতল বায়ুর রথে,
একই ছাতার নিচে দু'জন
ভিজবো মেঠোপথে।