Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সৃষ্টিকে ভালোবেসে

আবারও আসুক এমন দিন
হয়ে উদ্বেলিত করবে পবন নৃত্য
পৃথকতর মনোকামনা হবে আরও মসৃণ,

 

হাসবে দেখো ঐ শিশুদের পবিত্র স্বচিত্র অঙ্কন
মুহূর্তেরা নেচে নেচে গাইবে গান মনেরা করবে ভ্রমণ,
দেশ; কাল; সময় উঠবে ভরে উষ্ণতায়
প্রজন্মেরা হাসবে আবার প্রাণ খুলে; আবার কোন নব মুগ্ধতায়, 

 

থাকবো আবার স্মৃতিচারণে হাতটি রেখে দিনটি তোমার অপেক্ষায়
রামধনুর ঐ সাতটি রঙের রংতুলিতে মন রাঙায়,
গুণীজনের মাঝে আমার সৃষ্টি যেন থাকবে ভেসে
এখন না হয় করবো সাধনা আবারও সৃষ্টিকেই ভালোবেসে।

 

প্রদর্শনগুলো হবে আপন দিনযাপনের মুগ্ধতা
আলোরন মুখরিত প্রজন্ম হবে পরিণত প্রদর্শন হবে যত চর্চার খাতা,
সৃষ্টির মিষ্টি বৃষ্টিতে ভিজে যাক অসচেতনতার অন্ধ বাতাস
কচিকাচার দল আবারও হবে চঞ্চল সময়ই ওদের দিয়ে যাবে আশ্বাস।

 

হে; গুরুজন যত, সাথে থেকো আজকের মত
তোমরা যে যুগের কান্ডারী, তোমরা যে জ্ঞানের ভান্ডারী
ছোট ছোট হাতে পড়িয়ে দিও এক দীর্ঘতম যাত্রার উচ্চ প্রয়াসের কর্মসূচি,

 

আমি প্রতিজ্ঞার আশ্বাস গায়ে মেখে তোমাদের গান যাবো গেয়ে
মুক্তকণ্ঠে মুক্ত মুক্তবাণীর ছবি
আবারও যাব আমি লিখে ও বলে,
আমি যে সৃষ্টিকে ভালবাসি।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ