ঢাকা শহর
শহরজুড়ে ময়লা ভরা
জ্যামের শহর ঢাকা
চলতে গিয়ে থেমে থেমে
ঘুরে গাড়ির চাকা।
আলো-বাতাস পাই না ভালো
পাই না ভালো জল
সবার মাঝে দেখি সদা
শুধুই কোলাহল।
এই শহরের এমন দশা
কেমন করে হলো
শহরটা কি নিজে নিজেই
এমন হলো বলো!
এই শহরের বুকে যারা
করছি বসবাস
তারা-ই তো শহরটাকে
করছি সর্বনাশ!
আমরা যদি সবাই মিলে
আবার করি পণ
এই শহরে আসবে ফিরে
আবার শুভক্ষণ।
অনন্যা/এসএএস