একদিন শেষ হয় পথ চলা
রোদ চশমায় আটকে পৃথিবীর সকল আশা ও আলো,
আঁধারে যতই প্রদীপ জ্বালো সবই যেন বেজায় কালো,
ঘর যারে করে গেছে পর মিছেই খোঁজা তারে জীবন ভর
সাঙ্গ হল বেলা নষ্ট হল ফুলের বাসর কষ্টে এ চরাচর!
ভেঙেছে কবে চাঁদের হাট কি হবে আর দিয়ে পত্র পাঠ!
জনশূন্য নদীর ঘাট বিধবা সময়ে আগুনে পুড়ে এ মাঠ।
আদতে সবাই যার তার মতো একলা জীবন যুদ্ধে বেহুলা,
খেলছে খেলা ওপরওয়ালা ছাড়তে হবে ভবের রঙশালা!
নিঃসঙ্গ নিঃশব্দে স্বপ্নভেলা একদিন শেষ হয় এ পথচলা।
অনন্যা/এসএএস