সোশ্যাল মিডিয়ায় সাহায্য প্রার্থনা করলেন সুস্মিতা সেন!
করোনা ভাইরাসের তাণ্ডবে ভারতজুড়ে এখন চারদিকে শুধুই হাহাকার। একের পর এক মৃত্যুর মিছিল দেখছে ভারতবাসী। দেশটিতে ফুরিয়ে এসেছে অক্সিজেনও। অক্সিজেনের অভাবে দিনে মারা যাচ্ছে কয়েকশত মানুষ। সম্প্রতি দিল্লিতে অক্সিজেনের অভাবে দেখা দিয়েছে হাহাকার। আর দেশের এমন দুঃসময়ে পাশে দাড়াতে এগিয়ে এসেছেন সুস্মিতা সেন।
সম্প্রতি দিল্লিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে সুস্মিতা সেন সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে অক্সিজেনের ঘাটতির জন্য হাসপাতালের সিইও ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছেন।
সুস্মিতা টুইট করে লিখেছেন, ‘এটা হৃদয়বিদারক বিষয়…অক্সিজেনের ঘাটতি সব জায়গায়। আমি কিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে পেরেছি হাসপাতালের জন্য, কিন্তু মুম্বাই থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য কোন ট্রান্সপোর্ট পাচ্ছি না… আমাকে দয়া করে সাহায্য করুন।’
এর পর পরই সুস্মিতার অনেক ভক্তকে তাকে মুম্বাই থেকে সিলিন্ডার দিল্লিতে পাঠাতে বেশ কিছু পরামর্শ দিতে দেখা গেছে।