তবুও আমরা বাস করছি নগরে
নগরে এখন আগের মতো নেই বসবাসের পরিবেশ
নগর এখন পোড়া ফুয়েল, ডাস্টবিনের দখলে
সেখানে আজ খেলা করছে দূষিত বাতাস।
শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণে মানুষের
যাপিত জীবন হয়ে উঠেছে বিষময়।
এখন বাতাসে ভর করেছে কার্বন-ডাই-অক্সাইড
পানির সাথে মিশে আছে ডাস্টবিনের আবর্জনা,
নিজেকে অসহায় ভাবছে নগরের সবুজ প্রকৃতি-
পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে সে আজ ব্যর্থ।
বৃষ্টি এখন নগরের জন্য ভয়ংকর দানব
বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা যেন মৃত্যুকূপ,
তাইতো প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে বিভিন্ন
দূষণের সঙ্গে, তবুও আমরা বাস করছি নগরে।