দামের চাপে দম ঠেকে যায়
দাম বাড়ালেই দাম বেড়ে যায়
কত্তো মজা তাই না
বাঁচবে কে আর মরবে কে তা
ফিরেও মোরা চাই না।
দামের চাপে দম ঠেকে যায়
ঘরের খাবার কিনতে
এই সময়ে ঠিক পারা যায়
আসল মানুষ চিনতে।
কেউ তখনও বাজার করে
উপচে পরে থলে
তারা কি ভাই কামায় টাকা
মিথ্যা ছলে বলে!
দিনকে দিনে মন্দ লোকে
যাচ্ছে ভরে দেশটা
আমরা কি তাই বসে আছি
দেখবো বলে শেষটা!