মানবতার প্রহসন
ঘুটঘুটে অন্ধকারে না পাই বিধাতার বর,
প্রহসনে জ্বলে মানবতার বাতিঘর।
বেসাতির কীট কুড়ে খায় প্রসন্ন সকাল
তপ্তদ্রোহে বিপন্ন আজ মুগ্ধ বিকাল।
লাভের হিসাব কষে নিরন্তর সন্ধ্যার আয়োজন
আছড়ে পড়ে পাথরের বুকে জীবনের প্রয়োজন।
তোষামদির বিষপানে বিশুদ্ধ আত্মা করে আত্মহনন,
বিবেকের দংশনে কাতরায় বিপন্ন মানব-জীবন।
অন্ধকারে রাতের চোখ খোঁজে উদার আকাশ
রাহুর গ্রাসে গিলেছে চাঁদ, কোথায় বিনয়ী প্রকাশ!
লজ্জার মাথা খেয়ে জৌলুস দৌড়ায় বিষুবরেখা ভুলে,
প্রাপ্তির চোরাপথে চলে ময়ূর পুচ্ছ দুলে।
সভ্যতার মুখোশে মারো নগ্ন তুরুপ কষে
ছুঁয়ে দেখো, খুঁজে পাবে ভস্মাবশেষে।
অনন্যা/জেএজে