Skip to content

৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঈদের সাজে মেহেদী

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। যেকোনো বয়সের নারী— বিশেষ করে কিশোরী ও তরুণীদের ঈদের অন্যতম আনন্দের অনুষঙ্গ মেহেদী দিয়ে নকশা আঁকা। এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে বলা চলে। অনেকে একসঙ্গে মিলে আনন্দ করে মেহেদী দেওয়ার ধুম পড়ে ঘরে ঘরে। ছোটদের হাতেও মেহেদী দিয়ে নকশা এঁকে দেয় বড়রা।

তবে গতানুগতিক চর্চার বাইরে নকশায় নানারকম নতুনত্ব নিয়ে এলে তা এই আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে। ফুলের নকশা, পুরো হাতজুড়ে বিস্তৃত ডিজাইন, কিংবা সরল রেখায় সাধারণ কোনো ডিজাইনকেও যদি স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে পারেন, তবে তা ভালো দেখাবে। মানসম্পন্ন মেহেদী ব্যবহার করবেন, অন্যথায় মেহেদীর রঙ ভালো হবে না, এমনকি চামড়ার ক্ষতি হতে পারে।

ঈদ উদযাপনের জন্য ফুলের নকশা সবচেয়ে মানানসই। নকশার নান্দনিকতার কারণে এটি অনন্য সুন্দর বলে মনে হয়। ফুলের নকশা হাতের কোন এক অংশে করলেও মানিয়ে যায়। এই নকশা করলে হাত ভর্তি ডিজাইনের প্রয়োজন হয় না।

বিস্তৃত নকশা করতে চাইলে সময় নিয়ে এমনটা করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যেন লেপ্টে না যায়। এছাড়া সহজ নকশায় নানারকম ডিজাইন করার সুযোগ তো থাকবেই।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ