আফটারপে অস্ট্রেলিয়ান ফ্যাশন উইক ২০২১’ এ সেরা স্ট্রিট স্টাইল
টানা দুবছরের অপেক্ষার পর অবশেষে আজ থেকে " অস্ট্রেলিয়ান ফ্যাশন উইক ২০২১" অনুষ্ঠিত হচ্ছে। ৩১ শে মে থেকে ৪ জুন পর্যন্ত এই ফ্যাশন শো টি চলবে। যা এখন অব্দি সবথেকে বড় এবং সেরা ফ্যাশন শো হতে চলেছে।
করোনার কারণে গত বছরের এই শো টি বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় পরে হওয়ায় ফ্যাশন সেটগুলোর এই শো নিয়ে ব্যাপক প্রত্যাশা ছিলো৷
ত্র্যময়তায় ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ে স্নিগ্ধতা ছড়িয়ে বড় আকারের জিনিসপত্র এমনকি বন্য সিলুয়েটও পাওয়া যায়।
ফ্যাশন সেট গুলো যে স্টাইলই পছন্দ করে থাক না কেন, ২০২০ এর অতিমারীর বছর পেরিয়ে এবারের "স্ট্রিট স্টাইল" সকলকে তাক লাগিয়ে দিয়েছে।
ফ্যাশনের এই তাক লাগানো ক্ষমতাকে ফ্যাশন সম্পাদক থেকে শুরু করে ফ্যাশন প্রভাবকর, প্রত্যেকেই এমনভাবে তুলে ধরেছেন যা শিল্প হিসাবে শুধু বিবেচিত নয় বরং উদযাপিতও হচ্ছে।