Skip to content

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তব অবয়ব

যে দিকে তাকাই শুধু এক প্রতিচ্ছবি ভেসে ওঠে;
এই তুমি কী সে তুমি?যাকে নিয়ে আমার তপস্যা!
অজস্র রাত্রির কোলে এই বুড়িগঙ্গাটির তীরে।
কভু কবিতার রূপে অথবা শিল্পের চেতনায়!

জানি, তুমি তো তুমিই তুমি যে এক অনন্য মেয়ে;
তোমার এ অবয়বে আর কী আসিবে কেউ?
শত শতাব্দীর পথে এ বাংলার আনাচকানাচে!
তোমার মতো কেউ না যাদের হৃদয়ে এত প্রেম।

কার্তিকের কোমলতা যেমন আমার মনকাড়ে,
তেমনি তোমার দেখা আমারে উন্মাদ করে তুলে!
হাঁটি শহরের পথে কখনো বা গ্রাম্য মেঠোপথে!
তাই তুমি ফিরে এসো আমার সমস্ত আয়োজনে!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ