অভুক্তের চিৎকার
অভুক্তগুলো জ্বলছে শুকনো রুটির পোড়া গন্ধে
খাদ্যের হাঁড়িতে শুধু জল ফুটছে
দেখো কত চিৎকারগুলো ধুঁকে ধুঁকে মরছে!
মানবতা তুমি মুখ ফিরিয়ে নিলে
তোমার রচিত স্বার্থের দাবানলে।
ওরা জ্বলুক, ওরা মরুক
তাতে কার কি বা যায় আসে?
স্বার্থের মুনাফাগুলো একদিন বুঝবে
হাজার হাজার খাদ্যের সংকটে
মানুষরূপী নর খাদক তৈরি হবে!
সেদিন প্রশ্নগুলো আগ্নেয়গিরির যন্ত্রণায় জ্বলবে।
সমাধান সব শেষ
মুখের অন্যও কেড়ে নিয়ে ছিলে,
সেদিন সেই প্রতিবাদ গুলো
সোনায় গড়া সাম্রাজ্য সব ভেঙে চুরমার করবে।
মানব-দরদি তুমি কি অভুক্ত হবে?
ওদের শতাব্দীর খাদ্যের যন্ত্রণাগুলো
হয়তো তুমি সেদিন বুঝবে!
সেদিন তোমার দরজায়
শুধু ওদের একমুঠো ভাত কি জুটবে?
না হলে খাদ্যের দহনে
ওরা একদিন হিংস্র-রূপী নর পিশাচ তৈরি হবে।
সেদিন তোমরাও কি বাঁচবে?
দেখো ওই হাজার হাজার মহাকাল
তোমার সাম্রাজ্যে প্রতিবাদের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে।
অনন্যা/জেএজে