আমাদের প্রেম

আমাদের একচিলতে আলোটুকু প্রেম
টালি নালা, টালি ফাটা ঘর
বর্ষায় গড়িয়ে নামে জল
রোগা জ্যোস্না মরা জোনাকির দল।
আমাদের ভাতটুকু রাত
লম্ফো জ্বালানো, রাতের আদিম স্বর
আমরা চিৎ হলে চিৎ, কাৎ হলে কাৎ
দুর্ভিক্ষ এলে দেবতাও হয় বর্বর।
আমাদের মধুমাখা নাম
গরলে গরল ডুবে ফোটে সসপেন
অভাগা যেদিকে যায়, পোকায় ছিঁড়ে ছিঁড়ে খায়
দিলদরিয়াই, হাতে হ্যারিকেন।
আমাদের ভাষাটুকু প্রেম
ঘাম দিয়ে ঘাম মাখি, উনুনে আগুন
মাটি কাটি, মাটি মাখি, চুমু খায় চখাচখি
ডালে ডালে ফোটে আর ঝরে ফাল্গুন।