বিদায় বেলায়
আমার সমস্ত অস্তিত্ব দিয়ে তোমায় চেয়েও পাইনি।
আর যে তোমায় পেয়েছে,
বিশ্বাস করো সে আমার মতো করে কোনদিনই তোমায় চায়নি।
সত্যি বলতে,আমার মতো করে তোমায় কেউ কোনদিন চাইতেই পারে না।
কারণ এই পৃথিবীতে তোমাকে বুকে ধারণ করে শুধু একজনা।
সে আমি ছাড়া আর কেউ না,
আমার মতো করে কেউ কোনদিন
সৃষ্টিকর্তার কাছে তোমায় দু-হাত তুলে চাইবে না।
হারিয়ে যাবো যেদিন সেদিন তুমি না কাঁদলেও,
নীল আকাশ ধূসর মেঘের ভেলা সাজাবে,
কাক গুলো গগনবিদারী চিৎকার করে কাঁদবে।
বিদায় বেলায় শ্রাবণ না হলেও
বৃষ্টি হবে অঝোর ধারায়,
তারা জানতো কতটা অশ্রু ঝরেছে বেলা অবেলায়।