Skip to content

৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাইরাস থেকে মোবাইল ফোন সুরক্ষিত রাখবেন যেভাবে

করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই শুরু হয়েছে। যা সামলাতে সরকার নানা নির্দেশনা দিয়েছেন।  তবে সচেতনতা নিজ নিজ জায়গা থেকে না বাড়ালে কোন ভাবেই করোনার এই মহামারী পরিস্থিতি মোকাবেলা সম্ভব নয়। তাই অন্যান্য ব্যবহারিক জিনিসের মত হাতের স্মার্টফোনটিও হতে  পারে করোনা ভাইরাস বাহক। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটি ভিডিওতে জানিয়েছে, ফোনের স্ক্রিনে করোনাভাইরাস চারদিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তাই প্রতিদিন মোবাইল  ফোন পরিষ্কার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে যেভাবে সুরক্ষিত রাখতে পারেন মোবাইল ফোন: 

 

ফোন ধরার আগে এবং পরে হাত ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন। 

 

অথবা বারবার স্যানিটাইজার ব্যবহার করুন। 

 

আপনার ফোনে স্ক্রিন গার্ড আছে কিনা সেটি নিশ্চিত করুন। 

 

মোবাইল ফোন পরিষ্কারের জন্য স্পিরিট মাইক্রোফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করুন। 

 

শুধু মোবাইলের স্ক্রিনই নয় মোবাইলের বাইরের পেছনের দিকটিও একইভাবে পরিষ্কার করতে হবে। 

 

ইয়ারবাড দিয়ে চার্জিং পোর্ট ও পেছনের স্পিকার ভালো করে পরিষ্কার করতে হবে। 

 

প্লাস্টিক এবং সিলিকনের ব্যাক কভার ফোনে থাকলে সেটি খুলে নিয়ে গরম পানিতে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন। 

 

কথা বলার জন্য যতটা সম্ভব ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করুন। 

 

ফোন এবং কভার পরিষ্কার হয়ে গেলে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর মোবাইল ফোনের সুইচ অন করুন। 

 

আইসোপ্রপিল অ্যালকোহল ব্যবহার করতে পারেন। পানি ও আইসোপ্রপিল অ্যালকোহলের একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার মাইক্রোফাইবার কাপড়ে স্প্রে করে সেটি দিয়ে আপনার স্মার্টফোনটি মুছে ফেলুন। আইসোপ্রপিল অ্যালকোহল উড়ে যায়। তাই কাজটি তাড়াতাড়ি করতে হবে। 

 

হালকা জাতীয় ইউভি স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। আপনি যদি আপনার স্মার্টফোনটি পরিষ্কার করার জন্য কোন ধরনের তরল না চান তবে আপনার স্মার্টফোনে উপস্থিত সব জীবাণু মুছে ফেলতে কোন UV-C আলোক স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। তবে এটি সবচেয়ে ব্যয়বহুল পদ্ধতি।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ