তিন কবিতা
প্রিয় মুজিব
দেশের জন্য প্রিয় মুজিব
কাজ করেছেন ভালো
যার সাহসের নেই তুলনা
মুজিব দেশের আলো ।
পাক বাহিনীর সাথে মুজিব
বীরের মত লড়ে
জেল জুলুম আর নির্যাতন যে
কত সহ্য করে ।
তার আদেশে বীর বাঙালি
নামে যুদ্ধের মাঠে
সাতই মার্চের সেই ভাষণে
আজও বুকটা ফাটে ।
পাক বাহিনী ঘরে ফিরে
নয় মাস যুদ্ধ শেষে
শেখ মুজিবের সাধনাতে
পাই যে বিজয় দেশে ।
শত বাধা সহ্য করে
ঘুঁচায় দেশের কষ্ট
পাক বাহিনীর ষড়যন্ত্র
সব হয়ে যায় নষ্ট ।
বাংলাদেশের ছবি
বীর বাঙালির নয়নমণি
রাজনীতির সে কবি
মুজিব হলো সমগ্র এই
বাংলাদেশের ছবি ।
শত্রু ওদের কাছে মুজিব
হয়নি কভু নত
শক্ত হাতে দেয় সে রুখে
ষড়যন্ত্র যত ।
লাল-সবুজের পতাকা পাই
তারই অবদানে
খুশির জোয়ার নেমে আসে
বাঙালিদের প্রাণে ।
দেশের বন্ধু তার কথা আর
লিখে কি শেষ হবে?
প্রিয় মুজিব বাঙালিদের
প্রাণে বেঁচে রবে ।
স্বাধীন হলো মাতৃভূমি
বঙ্গবন্ধুর জন্য
এমন বিজয় পেয়ে আমরা
বীর বাঙালি ধন্য ।
বীর বাঙালির নয়নমণি
দেশের জন্য প্রিয় মুজিব কাজ করেছেন ভালো
যার সাহসের নেই তুলনা মুজিব দেশের আলো ।
পাক বাহিনীর সাথে মুজিব বীরের মত লড়ে
জেল জুলুম আর নির্যাতন যে কত সহ্য করে ।
তার আদেশে বীর বাঙালি নামে যুদ্ধের মাঠে
সাতই মার্চের সেই ভাষণে আজও বুকটা ফাটে ।
বীর বাঙালির নয়নমণি রাজনীতির সে কবি
মুজিব হলো সমগ্র এই বাংলাদেশের ছবি ।
শত্রু ওদের কাছে মুজিব হয়নি কভু নত
শক্ত হাতে দেয় সে রুখে ষড়যন্ত্র যত ।
লাল-সবুজের পতাকা পাই তারই অবদানে
খুশির জোয়ার নেমে আসে বাঙালিদের প্রাণে ।
দেশের বন্ধু তার কথা আর লিখে কি শেষ হবে?
প্রিয় মুজিব বাঙালিদের প্রাণে বেঁচে রবে ।
স্বাধীন হলো মাতৃভূমি বঙ্গবন্ধুর জন্য
এমন বিজয় পেয়ে আমরা বীর বাঙালি ধন্য ।