Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

হতে কি পারে না এমন

হতে কি পারে না এমন
অসহ্য গরমে ঘামে ভেজা দুপুর
মেঘেরা পায়ে দিয়ে জলের নুপুর
বৃষ্টি হয়ে নামলো তখন।

হতে কি পারে না এমন
চারিদিক নীরব, নিস্তব্ধ সুনসান
তুমিহীনা হৃদয় তৃষ্ণার্ত আনচান
সহসা তুমি এলে তখন।

হতে কি পারে না এমন
মিটে গেল পেটের ক্ষুধা, হতাশা
বেড়ে গেল তাই বাঁচার প্রত্যাশা
দ্রব্যমূল্যে অস্থির যখন।

হতে কি পারে না এমন
সব ধনীরা হলো নিঃস্বের দাতা
দরিদ্ররা যদি পায় যাকাত ভাতা
থেমে যাবে দুখীর রোদন।

হতে পারে কল্যাণ শুদ্ধি বহু কিছুই
যদি পরের দুঃখ সবাই আপনে লই।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ