আমাদের প্রেম

পায়ে পায়ে বল নিয়ে গোলপোস্টের দিকে
যতবারই এগুতে চায়, হারিয়ে ফেলি তোমাকে
বারপোস্টে ধাক্কা খেয়ে,বল ফিরে আসে
রাতে চাঁদের বলটি যেমন,দিনে ফ্যাকাশে
পা থেকে ছিনিয়ে নিয়ে খেলা, বিপদসীমানায়
একটা গোল খাওয়ার পরেই, গোলমরিচ হয়ে যায়
টেনে টেনে নিয়ে বল, কাটাতে কাটাতে
হাওড়া থেকে মিনি,এসে দাঁড়ায় গড়িয়াহাটাতে
এরপর ভেংচি কিক,গোলকি এদিকে বল ওদিকে
জ্বালের ভেতর ঠিক,দুমড়ে মুচড়ে জড়িয়ে যায়
একেই কী প্রেম বলে তবে
যদি না হয়, দেশদুনিয়ার তবে প্রেম কোথায় ?
নির্বাসনে আছি বলে, ভেবো না, প্রেম বুঝি না
এক গোল খাব,তো তিন গোলে জিতে নেব তোমার ঠিকানা