শরতের এই রূপ
রেললাইনের দু’ধারে ফোটে আছে কাশফুল
মনে হয় যেন সাদা রূপকথার এলোচুল!
বিকেলের সোনা রোদে চিকচিক করে বেশ
শরতের এই রূপের নেই যেন কোন শেষ।
নিজ নিজ ঠিকানায় ট্রেন চলে ঝকঝক
সাদা সাদা কাশফুল করে সদা চকচক ।
যত দেখি ভরেনাতো এই মনে লাগে বেশ
শরতের এই রূপের নেই যেন কোন শেষ।
জানালার ওপারে আমি শুধু দেখে যাই
এই রূপ অপরূপ, অনাবিল শেষ নাই!
রূপের এই মাধুরী ছুঁয়ে গেছে কবিতায়,
গেঁথে আছে হৃদয়ে দেয়ালের ছবিটায়।
অনন্যা/এসএএস