Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আমার বৈতরণী গেলো কই

দুরন্ত ভেজা বাতাস ছন্দ তোলে
নৃত্যকালায় নারকেল পাতা দোলে।
ভেসে ভেসে আসে ঘনমেঘের সম্বরা
মনোস্নানে ঝরে সহস্র বৃষ্টি ধারা।

স্মৃতির উঠোনে ঝরে তখন
বিরহে অজস্র ফোঁটা জল,
সবুজ পাতায় জলের প্রেম ঝরে পড়ে
অঝরে ঝরঝর ঝরে কদমেরতল।

অভিমানি কালো মেয়ের চোখের জলে
স্রোতে ভেসে চলে চঞ্চলা যৌবনা নদী
ভেসে চলে উচ্ছ্বাস হাঁসেরা নিরবধি ।
আষাঢ় ধারায় রিমঝিম ঝরা জলে
টলমল টইটম্বুর ডোবা পুকুর
বর্ষার জলে পাতা ভেসে যাওয়া দেখি
উড়ে যাওয়া জলেভেজা পাখি
অনমনে কাটে আমার আষাঢ়ে দুপুর।


বৃষ্টিভেজা আষাঢ়ে গল্পে চায়ের কাপে
কিশোরীর ঠোঁটে চুম্বুণ,
বর্ষার জলে ভিজলো শুষ্ক মাঠ-ঘাট বন
ভিজলো না এ মন।
আষাঢ় এলো, আষাঢ় এলো ঐ
আমার শহরে নুহের প্লাবন
আমার বৈতরণী গেল কই!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ