Skip to content

১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মায়ের সঙ্গে সেলফি (পর্ব-১)

১০ মে বিশ্ব মা দিবস। মুখ ফুটে বলা না হলেও, প্রত্যেকেই নিজের মা'কে খুব ভালোবাসেন। এবারের মা দিবসে মায়ের সঙ্গে তোলা সেলফির মাধ্যমে দিনটিকে আরও একটু আনন্দময় করতে আমরা ফেসবুক পেজে আয়োজন করেছিলাম ‘মায়ের সঙ্গে সেলফি’। বেশ কয়েকজন পাঠক সেলফি পাঠিয়েছেন, সঙ্গে জানিয়েছেন মা’কে ভালোবেসে বলতে চাওয়া কোন বার্তা।

“ঢাকায় পড়ার সময় মা তার ঔষধ কেনার টাকাটাও আামাকে পাঠিয়ে দিতেন, আব্বাকে লুকিয়ে। আামার একজন 'এবং মা ' আছে – সে আমার মেয়ে, দুজনের নামই মাসতুরা।”  মা দিবসে মাকে নিয়ে এভাবেই লিখেছেন কবি মোহাম্মদ সাদিক। মা আজ বেঁচে নেই। এই ছবিতে মায়ের তৈলচিত্রের সঙ্গেই ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।

মায়ের সঙ্গে সেলফি (পর্ব-১)

মায়েদের জন্য তো কোনো দিন
লাগেনা, কোনো বিশেষ দিন!
কেক, কার্ড আর ফুলের শুভেচ্ছার
জন্য বছরের একটি নির্দিষ্ট দিন!
তিনশত পঁয়ষট্টি দিনের সকল
মিনিট আর সেকেন্ড তো তাদের
জন্যই, তাদের জন্যই আমার
অস্তিত্ব, পথচলা, আমার জীবন!

-কাজী গোলাম নাসির, স্থপতি

মায়ের সঙ্গে সেলফি (পর্ব-১)

My best mum. Miss you maa.

মায়ের সঙ্গে সেলফি (পর্ব-১)

মন খারাপের দিনে মনের বারান্দায় দাঁড়িয়ে থাকা একমাত্র মানুষ— "মা"

-ফারাহ দোলন, উপস্থাপক ও আবৃত্তিশিল্পী

মায়ের সঙ্গে সেলফি (পর্ব-১)

আম্মু আর আমি, আম্মুকে নিয়ে কিছু বলবার ভাষা আমার জানা নাই৷

-রাকিবা ইসলাম ঐশী, সঙ্গীতশিল্পী

মায়ের সঙ্গে সেলফি (পর্ব-১)

আম্মু, তোমাকে প্রচুর যন্ত্রণা করি। কিন্ত তোমাকে ছাড়া আমি অচল। তোমাকে ভালবাসি।

-জেনিফার আলম, প্রেসিডেন্ট, ক্র্যাফ

মায়ের সঙ্গে সেলফি (পর্ব-১)

 

This lady is the most precious gift that Allah has given to me… Without her I am nothing. I love you Maa more than anything.

-তাসনিয়া হোসেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

মায়ের সঙ্গে সেলফি (পর্ব-১)

 

মা দিবসে দেবার মত হাজারটা ছবি থাকলে ও এই পুরনো ছবিটাই আমার কাছে লক্ষগুণ বেশি সুন্দর। মাকে শুভেচ্ছা জানাতে সন্তানের মা দিবসের দরকার হলেও, সন্তানকে ভালোবাসার জন্য মায়ের প্রতি দিবসই যথেষ্ট, এমনকি মৃত্যুর পরও মনে হয় একমাত্র মা-ই তার সন্তানের জন্য দোয়া রেখে যেতে পারেন। তোমার কন্যা হয়ে গর্বিত, মা।

-রুদমিলা মাহবুব, বিশ্ববিদ্যালয় শিক্ষক

মায়ের সঙ্গে সেলফি (পর্ব-১)

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ