Skip to content

২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবা নামের ছাতাটা

কোনো এক ঝড় এসে
উড়িয়ে নিলো মাথার ওপরের ছাতাটা
ঠিক তখন থেকেই বিবিষিকাময় জীবন
কখনো রোদে পুড়ে ছারখার;
কখনো বৃষ্টি জলে কর্দমাক্ত ভুবন।

ভরসাস্থল ভাসিয়ে নিয়েছে সময়;
ডানা ঝাপটে ছটফট করে শান্তির পায়রা
শূন্যতায় দিগবিদিক ছুটে চলে ঘোড়া।
ফিরে আসে না আর
বাবা নামের রক্ষাকবচের ছাতাটা।

অনন্যা/টিটি

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ