অমৃতসন্ধানী

এমন একটা সকাল আসুক
আমাদের মধ্যে সব দেয়াল সড়ে
যাবে
সূর্যের চুম্বন নিয়ে আমি ফুটবো
তুমি ফুটবে
ঝরে পড়া ফুলের পাশে
ছিন্নমূল,জীবনের স্বপ্ন বুনবে
এমন একটা রাত্রি আসুক আমর বুনে নেবো
একটা ঘর শাড়ির আঁচলের পাশে
দিগন্তপ্রসারী ধানক্ষেত শুয়ে থাকবো
এরপর তন্দ্রাচ্ছন্ন গভীর চুম্বন,
জীবনকে করে তুলবে অবিনশ্বর
দিনের আর রাত্রির মাঝখানে ফুলকির মতো
তুমি আর আমি মৃত্যুর থেকেও জীবন তখন
অনেক বেশি মূল্যবান,
দামি তোমার দগ্ধ পোড়া ক্ষতে মলম লাগাতে লাগাতে
এ ক্ষয়ে যাওয়া দেহে প্রতিটি পদক্ষেপে ,
হবো অমৃত সন্ধানী