Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আয় বৃষ্টি নেমে

বৃষ্টিকে আজ ডাকছে খুকু আকাশ দিকে চেযে,
আয় নেমে আয় আকাশ থেকে ঝমঝমিয়ে ধেয়ে।
মাঠগুলো সব যাচ্ছে পু্ঁড়ে পুঁড়ছে গাছের পাতা,
বাঁচার জন্য মানুষেরা দিচ্ছে মাথায় ছাতা।

তাতে কি আর রক্ষাটা হয় প্রান ছটফট করে,
বড্ড তাপে বৃদ্ধ মানুষ ষ্টোকে সব মরে।
আয় আয় আয়রে বৃষ্টি আয়রে এবার নেমে,
আমরা শিশু কষ্ট যে পাই যাচ্ছি চরম ঘেমে।

তুই না এলে যায় না শোনা সোনা ব্যাঙের গান,
তোর উপরে সত্যি সবার তাইতো অভিমান।
তুই এলে তো ভিজে ভিজে আমরা করি খেলা,
অনেক দুরে যায় ভেসে যায় ভাসিয়ে কলার ভেলা ।

আয় আয় আয় আয়রে বৃষ্টি আকাশ থেকে ঝরে,
তোর জন্য বসে আছি কত্তো আশা করে।
আগুনে সব জ্বলে জ্বলে সবই হলো ছাই,
আয়রে বৃষ্টি আয়রে নেমে আয়রে বৃষ্টি আয়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ