`একটি বিয়ের ফটোশুট আমাদের একেবারে বোল্ড করে দিয়েছে’
গায়ে হলুদের সাজেই ব্যাটিং করার ছবি ফেসবুকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন বাংলাদেশ নারী দলের তারকা ক্রিকেটার সানজিদা ইসলাম। তার এমন কাজ ভূয়সী প্রশংসিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসির পাশাপাশি টুইট করেছিলো জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ১৩ ঘন্টার ব্যবধানে ক্রিকইনফোর ওই ছবিতে রিএ্যাক্ট পড়েছে ৮২ হাজার। মন্তব্য করা হয়েছে ১ হাজার ১শত বার ও শেয়ার হয়েছে ১ হাজার ৪ শত বার।
ইএসপিএন ক্রিকইনফোর সাইটে তার ছবির সম্পর্কে বলা হয়, ‘একটি বিয়ের ফটোশুট আমাদের একেবারেই বোল্ড করে দিয়েছে। তিনি একটি পোজ (ছবি তোলার ভঙ্গি) দিয়ে পুরোপুরি স্ট্রাইক করে দিয়েছেন। রংপুরের প্রথম শ্রেণীর ক্রিকেটার মীম মোসাদ্দিকের সাথে তার বিয়ে হয়।’