নারী হকিতে দুর্দান্ত জয় বিকেএসপির!
স্বাধীনতা কাপ নারী হকিতে ফাইনালে দুর্দান্ত জয় পেয়েছেন বিকেএসপির নারী হকি দল। শিরোপা জয়ের লড়াইয়ে নড়াইল জেলা দলের মেয়েদের হারিয়ে জয়লাভ করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি)।
বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বসে ফাইনালের আসর। ফাইনাল ম্যাচে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে বিকেএসপি। জয়ী দলের অর্পিতা পাল ও শান্তিনা টুডু ২টি করে গোল করেন। একটি করে গোল সোনিয়া খাতুন ও তারিন আক্তার খুশির।
উল্লেখ্য এবারের এই প্রতিযোগিতায় মোট ১৩ টি দল অংশ নেয়। তার মধ্যে রয়েছে ১২টি জেলা ও বিকেএসপি। ‘ক’ গ্রুপে-ঝিনাইদহ, জয়পুরহাট ও ঠাকুরগাঁও জেলা। ‘খ’ গ্রুপে- নড়াইল, চট্টগ্রাম ও যশোর জেলা। ‘গ’ গ্রুপে-রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলা। আর ‘ঘ’ গ্রুপে- বিকেএসপি, কিশোরগঞ্জ, কক্সবাজার ও ময়মনসিংহ জেলা।
সবাইকে ছাড়িয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে বিকেএসপি এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন বিকেএসপির অর্পিতা পাল।