রিষ্ট কবি এক
সন্ধ্যা হলো রাত ঘনালো
উঠলো আকাশ তারা,
পেতে স্পর্শ তব কর্ষ
হলাম দিশেহারা!
জ্যোৎস্না রাতে তোমার সাথে
আনন্দেতে মাতি,
হাতছানিতে ওই নিশিতে
ডাকো প্রিয় সাথী।
নূপুর শব্দ করে জব্দ
হাসি ঝিলিমিলি,
সবই ভুলে সোনালি চুলে
কাটবো বলে বিলি!
সুপ্ত আশা হৃদয় খাসা
পেতে প্রেমের শান্তি,
অন্তর মাঝে নানান কাজে
যেতো সকল ক্লান্তি।
কেমন করে জীবন ভরে
খেললে প্রেমের পাশা,
দেখে সবি রিষ্ট কবি
বাঁধে মনের আশা।