প্রিয় জন্মভূমি
জন্ম আমার যেই মাটিতে
সেথায় যেন মরি,
দেশের সন্তান হয়ে যেন
দেশের হালটি ধরি।
জন্মভূমির কোলে আহা
শান্তি আছে কতো,
এমন মধুর দেশটি বুঝি
আমার মায়ের মতো।
চাষির মুখে হাসি দেখে
হৃদয় আকুল করে,
সারাবছর কষ্টের দামে
ফসল তুলে ঘরে।
হেমন্তেরই ধানের মাঠে
শিশিরভেজা ঘাসে,
ধানের পরে মাথা রেখে
সূর্য ওঠে আসে।
ধানের সাথে বাতাস বুঝি
মধুর নাচন নাচে,
সেসব বাতাস ঢেউ খেলে যায়
আর কোথায় কী আছে?