Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডয়চে ভেলের সঙ্গে পাক্ষিক অনন্যার চুক্তি স্বাক্ষর

সংবাদ ও ভিজুয়াল কন্টেন্ট শেয়ারিংয়ে জনপ্রিয় জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে পাক্ষিক অনন্যা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কাওরানবাজারস্থ পাক্ষিক অনন্যা কার্যালয়ে পাক্ষিক অনন্যা ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ডয়চে ভেলের এশিয়া মহাদেশের ডিস্ট্রিবিউশন ম্যানেজার ম্যাক্সিমিলান পেইকার্ট, ডিজিটাল ডিস্ট্রিবিউশন কোর্ডিনেটর (বাংলাদেশ) নাজিয়া নুসরাত আদনিন, পাক্ষিক অনন্যার কোর্ডিনেটর রিয়াদ খন্দকার, হেড আব আইটি রেজা হাফিজ সহ অন্যান্যরা।

এ ব্যাপারে ডয়চে ভেলের ডিজিটাল ডিস্ট্রিবিউশন কোর্ডিনেটর নাজিয়া নুসরাত আদনিন বলেন, ‘পাক্ষিক অনন্যা বাংলাদেশের শীর্ষ নারীবিষয়ক ম্যাগাজিন। এটি পাক্ষিক পত্রিকার গণ্ডি পেরিয়ে এখন ডিজিটাল প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে। ডয়চে ভেলের কন্টেন্ট আদানপ্রদানের মাধ্যমে তাদের এই যাত্রা আরও গতিশীল হবে বলে আশা রাখি।’

পাক্ষিক অনন্যার কোর্ডিনেটর রিয়াদ খন্দকার বলেন, ‘বিশ্বের খ্যাতনামা গণমাধ্যম ডয়চে ভেলের কন্টেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ার করার মাধ্যমে পাক্ষিক অনন্যা আরও সমৃদ্ধ হবে। এই দুই প্রতিষ্ঠানের মধ্যকার যোগাযোগ আর ডয়চে ভেলের বহুমাত্রিক কন্টেন্ট আমাদের কর্মীদের দক্ষতা বাড়াবে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েকদিন ধরে অনন্যার ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে ডয়চে ভেলের কন্টেন্ট প্রচার করা হচ্ছে। নিয়মিত পাঠক-দর্শকরাও এটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। ডয়চে ভেলের সঙ্গে এই চুক্তি অনন্যার জন্য নতুন একটি মাইলফলক হয়ে থাকবে।’

অনন্যা/এআই

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ