Skip to content

৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্চের কথা

মার্চের কথা বলছি তোমাকে, শোনো
তা কেবল নয় সাধারণ মাস কোনো
ঊনিশশো বিশে সতেরো মার্চে যিনি
জন্মেছিলেন শ্রেষ্ঠ বাঙালি তিনি
খোকা নামে ছেলে, বড় হয়ে সেই হয়েছে জাতির পিতা,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাঙালির প্রিয় মিতা।

একাত্তরের এ মাসের সাতে রেসকোর্সের মাঠে
বিকেলবেলায় বজ্রকণ্ঠে শ্রেষ্ঠ কবিতা পাঠে
বঙ্গবন্ধু জাতিকে দিলেন মুক্তির বীজমন্ত্র,
সেদিন থেকেই বিকল হয়েছে পাকি শাসকের তন্ত্র।

একাত্তরের পঁচিশে মার্চ রাতে
সার্চলাইট অপারেশনের সাথে
ধ্বংস করতে চেয়েছে পাকিরা বাঙালি জাতির ঘাঁটি,
পাকি হায়েনার মনোবাসনাকে মুজিব করেছে মাটি।

একাত্তরের ছাব্বিশে ভোররাতে
আপোষ না করে পশ্চিমাদের সাথে
বঙ্গবন্ধু ঘোষণা করেন বাংলার স্বাধীনতা,
যার যা ছিল সে তাই নিয়ে রাখে শেখ মুজিবের কথা;
নয়টি মাসের মুক্তির সংগ্রামে
কৃষক, শ্রমিক, ছাত্র সবার ঘামে
সুনীল আকাশে বিজয় নিশান উড়েছে ডিসেম্বরে,
সেই ইতিহাস পড়ে আমাদের গর্বে হৃদয় ভরে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ